খোলা বাজার২৪, রবিবার, ০৯ অক্টোবর, ২০১৬: মুন্সিগঞ্জ সদর উপজেলায় স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টার সময় এক যুবককে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। গুরুতর আহত মাসুদ (২৫) নামে ওই যুবককে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি কা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার সকালে উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটী বাজার কালভার্টের কাছে স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা করা হয়। এ ঘটনায় আটক মাসুদ মোল্লাকান্দি ইউনিয়নের মহেশপুর গ্রামের বাসিন্দা। এ সময় একটি মাইক্রোবাস আটক করা হয়। তবে এর চালক পালিয়ে গেছে।
ওই স্কুলছাত্রী জানায়, সকাল ৯টার দিকে স্কুলের কাছে হঠাৎ তিনজন লোক তাকে জোর করে ধরে নিয়ে গাড়িতে উঠিয়ে ফেলে। তখন চিৎকার দিলে আশপাশের লোকজন এসে স্কুলছাত্রীকে উদ্ধার করে। স্কুলছাত্রী তখন প্রাইভেট পড়তে যাচ্ছিল।
সদর থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল হাসান জানান, ছাত্রীকে অপহরণের চেষ্টার সময় এক যুবককে জনতা ধরে ফেলে। পরে তাঁকে মারধর করে ২ নম্বর ওয়ার্ড সদস্য ফিরোজের জিম্মায় দেওয়া হয়। সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় জাহাঙ্গীর সরকারের হেফাজতে। খবর পেয়ে পুলিশ গিয়ে মাসুদকে আটক করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় বলে জানান এসআই।
স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, একটি মেয়ের চিৎকার শুনে তাঁরা এগিয়ে যান। গিয়ে দেখতে পান, যুবকরা মেয়েটির হাত ধরে টানাটানি করে গাড়িতে তুলছে। পরে তাঁরা মেয়েটিকে উদ্ধার করেন।
স্থানীয় একটি মাধ্যমিক স্কুলের শিক্ষক মো. ফারুক আহমেদ ও মো. মুকুল এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য অপরাধীর বিচার দাবি করেছেন।