Mon. Oct 20th, 2025
Advertisements

খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০১৬: অবৈধভাবে নৌকায় মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টকালে ২০ জন বাংলাদেশিকে আটক করেছে দেশটির নৌ-পুলিশ।

মালয়েশিয়ার বার্তা সংস্থা বারনামার এক প্রতিবেদনে বুধবার এ খবর জানিয়ে বলা হয়, মঙ্গলবার কুয়ালা সেলেংগার জেলার কুয়ালা সুংগাই বেগান তেংকোরাক এলাকা থেকে ওই ব্যক্তিদের আটক করা হয়।

পোর্ট ক্লাং নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এএসপি রোহাইজাদ মো. নাসির এতথ্য নিশ্চিত করেছেন।

বুধাবর এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, বেলা ২টা ২৫ মিনিটে অবৈধ অভিবাসীদের নিয়ে মালয়েশিয়ার জলসীমায় প্রবেশ করা ওই নৌকাটিকে আটক করা হয়।

নৌ-পুলিশ কর্মকর্তা রোহাইজাদ বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে- ইন্দোনেশিয়া থেকে ২০ জন বাংলাদেশিকে নিয়ে অবৈধভাবে মালয়েশিয়ার প্রবেশের চেষ্টা করছিল ওই নৌকাটি।

আটক ব্যক্তিদের বয়স ২০ থেকে ৪২ এর মধ্যে বলে ওই বিজ্ঞপ্তিতে জানায় মালয়েশয়িার নৌ-পুলিশ।