Mon. Oct 20th, 2025
Advertisements
 
ঐশ্বরিয়া-রণবীরের অন্তরঙ্গ দৃশ্যে সেন্সর বোর্ডের কাঁচি
 খোলা বাজার২৪, শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬:  ‌‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ঐশ্বরিয়া রায় বচ্চন ও রণবীর কাপুরের অন্তরঙ্গ দৃশ্য নিয়ে কিছুদিন ধরেই বলিউডে বেশ আলোচনার চলছে। বিষয়টি নিয়ে নাকি ঐশ্বরিয়ার ওপরও নাখোশ হয়েছিল বচ্চন পরিবার। এবার সেই দৃশ্যে কাঁচি চালালো সেন্সর বোর্ড।
 index
বুধবার সেন্সর বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন ‌করণ জোহরের ছবিটিকে ইউএ (অভিভাবকের সঙ্গে শিশুদের দেখার উপযোগী) সার্টিফিকেট দেয়। তবে রণবীর ও ঐশ্বরিয়ার মধ্যকার অন্তররঙ্গ তিনটি দৃশ্য বাদ দেয়া হয়।
‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে ঐশ্বরিয়া ও রণবীর ছাড়াও অভিনয় করেছেন অানুশকা শর্মা ও পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান। ভারত-পাকিস্তানের মধ্যকার উত্তেজনার জেরে ছবি থেকে ফাওয়াদ খানের দৃশ্য বাদ দিতে বিভিন্ন মহল থেকে দাবি ওঠে। অবশ্য এসব দাবি কানেই তোলেননি করণ জোহর।
আগামী ২৮ অক্টোবর ছবিটি মুক্তি পাবে।