খোলা বাজার২৪, রবিবার, ১৬ অক্টোবর, ২০১৬: ১৬ অক্টোবর ২০১৬ তারিখে এনআরবি গ্লোবাল ব্যাংকের ৩৪ তম শাখা হিসেবে ডাকবাংলা বাজারশাখা, ফেনীএর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের সম্মানীত চেয়ারম্যান নিজাম চৌধুরী।অন্যান্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম সরওয়ার, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এম অহিদুজ্জামান, ফেনী জেলা পুলিশ সুপার মোঃ রেজাউল হক পিপিএম, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আব্দুরর হমান বিশ্বাস বিকম,এবং আমন্ত্রিত সম্মানীত অতিথি ও গ্রাহকগণ উপস্থিত ছিলেন।
উৎকর্ষ ব্যাংকিং সেবা ও অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ব্যাংকটি দেশে ও দেশের বাইরে তাঁঁর স্বকিয়তা বজায় রেখে অত্যন্ত দ্রুত তার সাথে শাখা সম্প্রসারণ করবে বলে আশা বাদ ব্যক্ত করাহয়।