Mon. Oct 20th, 2025
Advertisements

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে রোববার আওয়ামী লীগের ২০তম জাতীয় ত্রি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতির কাজ পরিদর্শন শেষে এক বৈঠকে এসব কথা বলেন তিনি।

নাসিম বলেন, দেশের মানুষের মন জয় করতে হবে, বিদেশিদের নয়। শেখ হাসিনা দেশের মানুষের মন জয় করে এগিয়ে চলছে। যারা বিদেশিদের মন জয় করতে চায় তাদের বিদেশেই থাকতে হবে।

তিনি বলেন, এবারের সম্মেলনের চ্যালেঞ্জ হলো বিএনপি জামাতের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্য গড়ে তোলা। ২০১৯ সালের নির্বাচনে জয়ী হওয়ার জন্য নেতাকর্মীদের প্রস্তুত করতে হবে। কাউন্সিলের মাধ্যমে আমরা যে শক্তি সঞ্চয় করব তা আগামী নির্বাচনে আমাদের জয়ী হতে সহযোগিতা করবে।

নাসিম বলেন, সম্মেলনে বিএনপিকেও দাওয়াত দিয়েছি। আমরা চাই বিএনপি আসুক। বিএনপি এসে নিজের চোখে দেখুক এবং তাদের ষড়যন্ত্র সম্পর্কে জানুক।

তিনি বলেন, যে ১৪টি দেশকে সম্মেলনে দাওয়াত দেওয়া হয়েছিল তাদের অধিকাংশই আসবে বলে জানিয়েছে। যারা পদ্মা সেতু নির্মাণে বিভিন্ন অজুহাত দেখিয়েছিল, ঋণ দেওয়া বন্ধ করেছিল তারাও আসবে দেখার জন্য; কিভাবে আমরা দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি।

নাসিম বলেন, প্রতিটি বিভাগের জন্য আলাদা আলাদা রংয়ের চেয়ার থাকবে বসার জন্য। ২২ তারিখ সকাল ৯টার মধ্যে ডেলিগেটসসহ সকল আমন্ত্রিত অতিথিদের সম্মেলনে উপস্থিত হতে অনুরোধ করেন তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন মায়া প্রমুখ।