খোলা বাজার২৪ মঙ্গলবার, ১৮অক্টোবর, ২০১৬: ভারতীয় দূতাবাস অভিমুখে তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির মিছিলে বাধা দিয়েছে পুলিশ। মালিবাগ রেলগেটের কাছে পৌঁছামাত্র পুলিশ টিয়ার সেল জলকামান ব্যবহার করা হলে মিছিলটি পণ্ড হয়ে যায়। এতে ২০/২৫ জন আহত হয়।
জাতীয় কমিটি নেতা আসাদুজ্জামান খান মাসুম জানান, পুলিশের বাধা পেয়ে তারা মালিবাগ রেল গেইট মোড়েই তাৎক্ষণিক সমাবেশ করে। পরে সেখান থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল ভারতীয় দূতাবাস অভিমুখে রওনা দেয় দেশটির প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি দিতে।
সুন্দরবন বিনাশী রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিল করতে ভারতীয় প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি দিতে জাতীয় কমিটি জাতীয় প্রেসক্লাব থেকে সাড়ে ১২টার দিকে মিছিল বের করে। মিছিলটি পল্টন, কাকরাইল, মালিবাগ-মৌচাক হয়ে মালিবাগ রেইল গেইট মোড়েই আইন শৃংখলা বাহিনীর বাধার মুখে পড়ে।
এর আগে তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশের আয়োজন করে। এতে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, প্রকৌশলী শেখ মুহাম্মদ শহিদুল্লাহ, অধ্যাপক আনু মুহাম্মদ প্রমুখ বক্তব্য রাখেন