খোলা বাজার২৪ মঙ্গলবার, ১৮অক্টোবর, ২০১৬: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের প্রস্তাবিত ৩১তলা বিশিষ্ট ‘বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্স’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
জাতীয় প্রেসক্লাবের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ দিন সকাল সাড়ে ১০টায় এ ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ জাতীয় প্রেসক্লাবের এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
এ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এতে ক্লাব সভাপতি মুহম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সম্পাদক পরিষদের সভাপতি গোলাম সারওয়ার, জাতীয় প্রেসক্লাব সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী এবং সিনিয়র সহ-সভাপতি ও বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল বক্তব্য রাখবেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাব সদস্যদের জন্য সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ।