Mon. Oct 20th, 2025
Advertisements
index

খোলা বাজার২৪, বুধবার, ১৯ অক্টোবর, ২০১৬:  জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় আগামী তিন বছরে বাংলাদেশকে দুই বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম।

মঙ্গলবার সকালে বরিশাল ঘুরে এসে বাংলাদেশ থেকে ফিরে যাওয়ার আগে বিকালে ঢাকায় এক সংবাদ সম্মেলনে কিমের এই ঘোষণা আসে। দুই দিনের এই সফরে বাংলাদেশের জন‌্য বিশ্ব ব‌্যাংকের ঋণ-সহায়তার দ্বিতীয় ঘোষণা এটি।

কিম বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে যেসব দেশ সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে, বাংলাদেশ তাদের অন‌্যতম। আর যেহেতু দরিদ্র মানুষই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে, আমাদের এখনই এ বিষয়ে উদ‌্যোগী হতে হবে।

দুর্যোগ প্রশমন ব‌্যবস্থাপনা গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশ সামনের কাতারে রয়েছে মন্তব‌্য করে বিশ্ব ব‌্যাংক প্রেসিডেন্ট বলেন, এর ফলে সাম্প্রতিক সময়ে ঝড়, সাইক্লোন ও বন‌্যার ক্ষতি কমিয়ে আনা সম্ভব হয়েছে। বাংলাদেশ যাতে দুর্যোগ প্রশমনে আরও শক্তিশালী হয়ে উঠতে পারে, সেজন‌্য বিশ্ব ব‌্যাংক গ্রুপ সহায়তা করার পরিকল্পনা করেছে।