Mon. Oct 20th, 2025
Advertisements
3d06edf8c21398012b0e02888d33bade-khacha

খোলা বাজার২৪, বুধবার, ১৯ অক্টোবর, ২০১৬:  পরিচালক আকরাম খান গত বছরের শেষ দিকে ‘খাঁচা’র কাজ শুরু করেছিলেন। এরই মধ্যে শেষও হয়ে গেছে। বলা হচ্ছে আকরাম খানের নতুন এ সিনেমা ‘খাঁচা’র কথা। ছবিটি দর্শকদের দেখার জন্য অপেক্ষা করতে হবে আগামী বছরের মাঝামাঝি অবধি।

ছবিটির শুটিং শুরু হয়েছিল গত বছরের নভেম্বরে। বেশ কিছুদিন আগে শুটিং ও সম্পাদনার শেষ করে এখন মুক্তির অপেক্ষায় আছে চলচ্চিত্রটি। আকরাম খান বললেন, ‘আগামী ২৫ অক্টোবর তথ্য মন্ত্রণালয়ে প্রদর্শিত হবে ছবিটি। যেহেতু অনুদানের ছবি তাই তাদের দেখাতে হবে। তাদের মতামত নিয়ে ছবিটি সেন্সরে দেব। এরপর হয়তো টুকটাক কিছু কাজ করব।’

ছবিটিতে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, জয়া আহসান, মামুনুর রশীদ, রানী সরকারসহ অনেকেই।