Mon. Oct 20th, 2025
Advertisements
018-1খোলা বাজার২৪, শনিবার, ২২ অক্টোবর, ২০১৬: রাজধানীর জুরাইনে গ্যাসের আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। শনিবার সকাল ৭টার দিকে জুরাইনের পোস্তগোলার এক বাসায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন মো. আজাদ (৫০) তার স্ত্রী জেসমিন বেগম (৪০), ছেলে রনি (১০) ও তার ভাইয়ের মেয়ে শারমিন (২৫)।

জানা যায়, সকালে জেসমিন বেগম রান্নার জন্য গ্যাসের চুলায় আগুন জ্বালাতে গেলে বিস্ফোরণের ঘটনা ঘটে।  বিস্ফোরণ থেকে সৃষ্ট আগুনে চারজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

ঢামেকের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানান, দগ্ধদের মধ্যে আজাদের অবস্থা আশঙ্কাজনক।