Mon. Oct 20th, 2025
Advertisements

6kখোলা বাজার২৪, মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬: কুমিল্লা বিশ্ববিদ্যায়ের ছাত্রলীগনেতা খালেদ সাইফুল্লা হত্যার আসামী কুমিল্লা বরুড়া উপজেলার কাঠালিয়া গ্রামের আবদুল ওহাবের ছেলে মাছুদ আলম প্রকাশ মোটা মাছুদকে সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আটক করেছে সদর দক্ষিণ থানা পুলিশ। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনিতি বিভাগের ৮ম ব্যাচের ছাত্র।
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য যে, গত ১ আগষ্ট বিশ্ববিদ্যায়ে শহীদ মিনারে ফুলদেয়াকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা মার্কেটিং বিভাগের ৭ম ব্যাচের ছাত্র খালেদ সাইফুল্লাকে গুলি করলে সে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ।