খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬: বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল সোমবার তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাণিজ্যমন্ত্রীর একান্ত সচিব (পিএস) সাইফুল ইসলাম আজ মঙ্গলবার সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন।
সাইফুল ইসলাম জানান, গতকাল তোফায়েল আহমেদ অসুস্থতা বোধ করেন। পরে তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো তাঁর অবস্থা অপরিবর্তিত রয়েছে দেশবাসীর কাছে দোয়া কামনা করছেন তাঁর পরিবার।