Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

13kখোলা বাজার২৪, বুধবার, ২৬ অক্টোবর, ২০১৬:  প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, দারিদ্র বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে প্রশিক্ষণের মাধ্যমে মানব সম্পদ উন্নয়ন ও দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। তাই সরকার আধুনিক নৌ-প্রযুক্তিতে দক্ষ জনশক্তি তৈরিতে বিশেষ গুরুত্বারোপ করেছে বলে তিনি উল্লেখ করেন।

গতকাল মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের বন্দরে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি (বিআইএমটি) পরিদর্শন ছাত্রী হোস্টেল ও একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং প্রশিক্ষকগণের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)’র মহাপরিচালক মোঃ সেলিম রেজা এর সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য ও প্রতিষ্ঠানের কার্যক্রমের উপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি’র অধ্যক্ষ প্রকৌশলী মোছাঃ শরিফা সুলতানা।

চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি বিষয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন বিএমইটি’র উপ-পরিচালক দেওয়ান মোঃ নজমুল হক। বিশেষ অতিথির মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলার উপ-পরিচালক (স্থানীয় সরকার) মোঃ আলী আকবর, উপসচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ এবং নারায়নগঞ্জ জেলার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এ্যাডঃ হোসনে আরা বেগম (বাবলি)। সভায় ধন্যবাদ জ্ঞাপন করেন বিএমইটি’র অতিরিক্ত মহাপরিচালক মোঃ সহিদুল ইসলাম।

মতবিনিময় সভায় প্রতিষ্ঠানটির প্রশিক্ষকবৃন্দ তাদের নানাবিধ কার্যক্রম এবং সমস্যা ও তার সমাধানের কথা তুলে ধরেন।

নুরুল ইসলাম বিএসসি আরো বলেন, প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণের জন্য দক্ষ প্রশিক্ষকের কোন বিকল্প নেই। দক্ষ প্রশিক্ষণার্থী গড়ে তোলার লক্ষ্যে কারিগরি প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানো হচ্ছে বলে মন্ত্রী উল্লেখ করেন।