খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬: গত মঙ্গলবার লালমনিরহাটের হাতীবান্ধা থানা থেকে হাতকড়া লাগানোসহ সেই পলাতক আসামী মোঃ মিলন (২৪) কে দিনাজপুর থেকে পুনরায় গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা থানার ১৭নং মামলার তদন্ত কর্মকর্তা এস আই আনিছুর রহমান সঙ্গীয় ফোর্সসহ বুধবার রাতে দিনাজপুর কতোয়ালী থানার পুলহাট বিসিক এলাকা থেকে মিলনকে পুনরায় গ্রেফতার করে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। মিলন মিয়া হাতীবান্ধার মেডিকেল ভাংচুর মামলার এজাহার ভূক্ত ৪নং আসামীসহ একাধিক চুরি মামলায় জড়িত রয়েছে। সে একজন পেশাদার কুখ্যাত চোর নামে খ্যাত। গত ২৫ অক্টোবর ছাগল চুরির মামলায় হাতীবান্ধা থানার পুলিশ গ্রেফতার করলে ওই দিন সকালে বাথরুম থেকে হাতকড়া লাগানো অবস্থায় দায়িত্বরত পুলিশ কনস্টবলকে ধাক্কা মেরে পালিয়ে যায়।
পরে গোপন সংবাদের মাধ্যমে গতবুধবার রাতে উল্লেখিত স্থান থেকে পুনরায় গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয় এবং তার বিরুদ্ধে দায়েরকৃত ১৭নং মামলায় আদালতে সোর্পদ্দ করা হয়েছে বলে থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান।