Mon. Oct 20th, 2025
Advertisements

24kখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬:  পুনের এক হোটেলে দেহব্যবসা যে চলছে, তার খবর আগে থেকেই পুলিশের কাছে ছিল। অপরাধীদের ধরার জন্য পুলিশ ফাঁদ পাতে। ছদ্মবেশে দালালদের সঙ্গে কথা বলে তারা নির্দিষ্ট জায়গায় পৌঁছে যান।
ভোরে হোটেলের ঘরে এজেন্টদের সঙ্গে হাতেনাতে ধরে ফেলেন ৩২ বছর বয়সী এক ভারতীয় মডেলকে। পুলিশ তার নামও জানিয়েছে। তিনি আরশি খান। পাক ক্রিকেটার শহিদ আফ্রিদির সঙ্গে সম্পর্কের কথা এক সময় নিজেই জানিয়েছিলেন তিনি। এমনকি সে সময় তার দাবি ছিল, আফ্রিদির সন্তানের নাকি মাও হতে চলেছেন আরশি!

পুনের ফোর স্টার হোটেলের একটি ঘর থেকে মঙ্গলবার তাকে আটক করে পুনে সিটি ক্রাইম ব্র্যাঞ্চ। যদিও আরশি নিজেকে নির্দোষ বলে দাবি করেন। পরে তার বক্তব্য রেকর্ড করে আপাতত তাকে অবজারভেশন হোমে পাঠানো হয়েছে।