Mon. Oct 20th, 2025
Advertisements

14kখোলা বাজার২৪, শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬ :  রুদ্র তালুকদার, বয়স সাড়ে ৮ বছর। সুনামগঞ্জ শহরের আদর্শ শিশু শিক্ষা নিকেতন এর স্ট্যান্ডার্ড-২ এর ছাত্র। তাদের গ্রামের বাড়ি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিমবীরগাঁও ইউনিয়নের টাইলা গ্রামে। বর্তমানে তারা সুনামগঞ্জ শহরের ষোলঘর রামকৃষ্ণ আশ্রমের বিপরীতে সুরমা ৩১ নং বাসায় ভাড়ায় বসবাস করছেন।

রুদ্রের এই বয়সে তার সহপাঠীদের সাথে হেসে খেলে বেড়ানোর কথা। কিন্তু সে জানে না তার মাথায় বাসা বেধেছে মরণ ব্যাধী (টিউমার)। প্রথমে শিশু রুদ্রের মাথায় টিউমার হওয়ার বিষয়টি জানতেন না তার মা-বাবা। তার মাথায় ব্যথা হওয়ায় একাধিক শিশু বিশেষজ্ঞ চিকিসক দেখানো হয়। কিন্তু মাথায় টিউমার এই বিষয়টি ধরা পড়েনি। সম্প্রতি সিলেটে বিশেষজ্ঞ চিকিৎসকরা তার মাথা পরীক্ষা নিরীক্ষা করে জানিয়েছেন তার মাথায় টিউমার হয়েছে। দ্রুত অপারেশন করতে হবে। তার অপারেশন করতে মোট ব্যয় ১০ লাখ টাকা।

ফুটফুটে শিশু রুদ্রের মাথায় টিউমার হয়েছে বিষয়টি জানার পরই তার মা-বাবার মাথায় আকাশ ভেঙ্গে পড়ে । দিনে আনা, দিনে খাওয়া শিশু রুদ্রের বাবা গাড়ী চালক নিতেশ তালুকদার ছেলের চিকিসায় ভেঙ্গে পড়েছেন। কিভাবে ১৫ লাখ টাকা সংগ্রহ করে শিশুপুত্র রুদ্রের মাথার অপারেশন করবেন এই চিন্তায় নিদ্রহীন দিন কাটাচ্ছেন গাড়ী চালক পিতা নিতেশ তালুকদার। রুদ্রের মাথার অপারেশ করতে তার পরিবার সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা, নিতেশ তালুকদার, সঞ্চয়ী হিসাব নং-৬৬০৮, উত্তরা ব্যাংক, সুনামগঞ্জ শাখা। এছাড়া বিকাশ নম্বর ব্যক্তিগত ০১৭১৭-২৬৭০৩৩।