Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

18kখোলা বাজার২৪, শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬ : ঠাকুরগাঁওয়ে চুলের টুপি তৈরি করে সংসার চালাচ্ছেন শতাধিক নারী টাক মাথায় ও অভিনয় শিল্পীদের ব্যবহারের জন্য চুলের টুপি তৈরির কাজ করে উপার্জনের টাকা দিয়ে ছেলে-মেয়েদের লেখা পড়া ও স্বামী সংসারের হাল ধরেছে ঠাকুরগাঁওয়ের ভালুকাই গ্রামের শতাধিক নারী। এই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ায় এক কালের দরিদ্র পীড়িত গ্রামটির এখন অর্থনৈতিক উন্নয়নও ঘটছে।
কথা বলে জানা যায় অভাবের তাড়নায ৫ম শ্রেণীতে ওঠার পর আর পড়া হয়নি সদর উপজেলার ভালুকাই গ্রামের কনিকা বেগমের। বাবা বেঁচে নেই ভিটে ছাড়া কিছুই রেখে যায়নি কনিকার বাবা আইযুব আলী। বাবার সংসারের হাল ধরতে গিয়ে কাজের সন্ধানে ঢাকার টংগীতে ছুটে যান তিনি। সেখানে কাজ জোটে চুলের টুপি তৈরির কারখানায়।১০-১১ বছর সেখানে কাজ শিখে নিজ এলাকায় ফিরে চুলের টুপি তৈরির কারখানা দেন কনিকা। এই কারখানায় কাজ জোটে এলাকার দরিদ্র নারীদের। কাজ পেয়ে শক্ত হাতে সংসারের হাল ধরেছে এই নারীরা।অবসরে স্কুল-কলেজে পড়ুয়া মেয়েরাও এই কাজ করে বাবা মাকে সাহায্য করছে।
গ্রামের পাশে অবস্থিত চকমিল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী রুপা আক্তার জানায়, তার মত অনেকে চুলের টুপি তৈরির কাজ করে লেখা পডার খরচ যোগান দিচ্ছে। বিভিন্ন এলাকার বিউটি পার্লার থেকে চুল সংগ্রহ করে টুপি তৈরি হচ্ছে এই গ্রামে। এই টুপি গ্রাম ঘুরে যাচ্ছে ঢাকায় । সেখান থেকে যাচ্ছে, চিন, ভারত, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশে । এর চাহিদাও রয়েছে ব্যাপক বলে জানিয়েছেন কনিকা।গ্রামীন হত-দরিদ্র নারীদের ব্যাপক কর্মসংস্থান সুযোগ সৃষ্টিতে সরকারের কাছে এ ধরণের বিভিন্ন প্রকল্প গ্রহণে দাবি জানিয়েছে স্থাণীয়রা ।