খোলা বাজার২৪, শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬ : রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায় বাল্য বিয়ে দেওয়ার অপরাধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক শিক্ষার্থীসহ চার জনের বিভিন্ন মেয়াদে জেল জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত ২৬ অক্টোবর রাতে পালোপাড়া গ্রামে বাল্য বিয়ে হয়েছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামান ও থানা পুলিশ অভিযান চালিয়ে কনের বাবা, মসজিদের ইমাম, কাজীসহ চার জনকে আটক করে। এর পর গতকাল বৃহস্পতিবার তাদের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেড ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামানের আদালতে হাজির করা হলে তাদের এ জেল জরিমানা দেয়া হয়। আদালত সুত্রে জানাগেছে, গত ২৬ অক্টোবর রাতে উপজেলার পালোপাড়া গ্রামের দুলালের স্কুল পড়ুয়া মেয়ের বাল্য বিয়ে দেওয়ার অপরাধে বাল্য বিবাহ নিরোধ আইন ১৯২৩ এর আওতায় কনের বাবা দুলালকে (৩০) দশদিনের কারাদণ্ড ও বর কনেকে বিয়ে পড়ানোর অপরাধে রাবির ভাষা বিভাগের সাবেক শিক্ষার্থী ও আগিনাদহ্ মসজিদের ইমাম রুহুল আমিনকে (২৫) এক হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ধনঞ্জয়পাড়া গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া ছাত্রীর বিয়ে পড়ানোর অপরাধে ধনঞ্জয়পাড়া জামে মসজিদের ইমাম ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ইসমাইল হোসেনকে (২৬) দশ দিনের কারদণ্ড ও বিবাহ বিবন্ধন করায় পুঠিয়া ইউনিয়নের নিকাহ রেজিষ্ট্রার মেহেদি হাসানকে (২৮) এক হাজার টাকা জরিমানা করা হয়।