Mon. Mar 17th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬ : photo-1477722836বন্ধ্যত্বের এখন অনেক আধুনিক চিকিৎসা বাংলাদেশে করা সম্ভব হচ্ছে। এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৫৪১তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. মো. রফিকুল ইসলাম ভূঁইয়া। বর্তমানে তিনি অ্যাপোলো হাসপাতালের ফার্টিলিটি বিভাগের বিশেষজ্ঞ হিসেবে কর্মরত।

  • বন্ধ্যত্ব বলতে কী বোঝায়?

স্বামী-স্ত্রী একসাথে থাকছে এক বছর, তবে তাও যদি গর্ভধারণ না হয়; তখন তাকে আমরা বন্ধ্যত্ব রোগী বলতে পারি।

  • অনেক ক্ষেত্রে আমরা শুনতে পাই,‘অনেক দিন ধরে একসাথে আছি তবে সন্তান হচ্ছে না’—এটি আসলে কেন?

অনেকদিন থাকার পরও যদি গর্ভাবস্থা না আসে, তাহলে কিছু সমস্যা থাকতে পারে। স্বামীর ক্ষেত্রে এবং যদি স্ত্রীর দিক থেকে আমি বলি, হয়তো বা কিছু হরমোনাল সমস্যা থাকতে পারে। হয়তো বা ওভারিতে ঠিকমতো ওভুলেশন হয় না। যখন ডিমটা বের হয় তখন সেটা টিউব দিয়ে আসে। টিউবে কিছু সমস্যা থাকতে পারে, টিউবে পানি অথবা ব্লক থাকতে পারে। এতে গর্ভধারণ হওয়ার সুযোগ নেই। টিউমার বা আল্ট্রাসোনোগ্রামের কারণে কোনো ম্যালফরমেশন হতে পারে। এসব কারণে হয়তো বা তার গর্ভধারণ নাও হতে পারে।