Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

indexখোলা বাজার২৪, শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬ :  বিএনপিকে ‘এক নম্বর রাজনৈতিক দল’ আখ্যা দিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই দলের চেয়ে বড় কোনো রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলাদেশে নেই।

শনিবর (২৯ অক্টোবর) সকালে নয়াপল্টনে ভাসানী ভবন মিলনায়তনে আয়োজিত এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে ঢাকা মহানগর বিএনপি এ প্রস্তুতি সভার আয়োজন করে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ইদানীং আওয়ামী লীগের নেতারা, বিশেষ করে নবনির্বাচিত সাধারণ সম্পাদক যে কথাগুলো বলছেন, তার তো কোনো ভিত্তি নেই-ই বরং বিএনপি এখনও বাংলাদেশের এক নম্বর রাজনৈতিক দল। এর চেয়ে বড় কোনো রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলাদেশে নেই। সমাবেশ সফল করার মধ্যদিয়ে বিষয়টি আবার তাদের বুঝিয়ে দিতে হবে।

বিএনপি এখন কঠিনতম সময়ের ভেতর দিয়ে অতিক্রম করছে মন্তব্য করে ফখরুল বলেন, গণতন্ত্রের জন্য, স্বাধীনতা–সার্বভৌমত্বের জন্য আমরা কঠিন সময় পার করছি। যে ৭ নভেম্বর আমরা পালন করতে যাচ্ছি অতীতে এই ৭ নভেম্বরই জাতিকে একটা কঠিন বিপর্যয় থেকে রক্ষা করেছিল।

সেদিন জিয়াউর রহমানের নেতৃত্বে সৈনিক ও জনগণের মধ্যে একটা অভূতপূর্ব ঐক্য তৈরি হয়েছিল। সেই ঐক্য আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে রক্ষা করেছিল। আসুন অতীতের সব দ্বিধা-দ্বন্দ্ব ভুলে গিয়ে আবার আমরা ঐক্যবদ্ধ হই বিএনপির জন্য নয়, দেশের জন্য, গণতন্ত্রের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য। বলেন ফখরুল।

সরকারের এই নীতিতে গণতন্ত্র পরিপন্থী উল্লেখ করে ফখরুল বলেন, এখন আবার নতুন আইন তৈরি করা হয়েছে- পুলিশের কাছ থেকে অনুমতি না নিলে সমাবেশ করা যাবে না। আজ পার্টি অফিসের সামনে মিটিং করতে দেওয়া হয় না। সোহরাওয়ার্দীতে মিটিং করতে গেলে অনেক কাঠ-খড় পুড়িয়ে অনুমতি পাওয়া যায় একেবারে শেষ মুহূর্তে। তখন মঞ্চ তৈরির সময়টুকুও থাকে না।

বিষয়গুলো সামনে রেখেই আগামী ৭ নভেম্বরের সমাবেশ সফল করতে হবে জানান মির্জা ফখরুল।