Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

12kখোলা বাজার২৪, শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬ :  ভ্যালেন্সিয়া-বার্সেলোনার ম্যাচটি শেষে যে উত্তাপ ছড়িয়েছিল মাঠে তা যেন কিছুতেই শেষ হচ্ছে না। কাতালান ক্লাব বার্সার খেলোয়াড়দের ওপর ভ্যালেন্সিয়ার সমর্থকরা বোতল ছুড়ে মারে। আর সেই ঘটনার জেরে ভ্যালেন্সিয়াকে জরিমানা এবং বার্সার খেলোয়াড়দের সতর্ক করে দেওয়া হয়। তবে বার্সার খেলোয়াড়দের আচরণ নিয়ে প্রশ্ন তোলায় লা লিগার সভাপতি হাভিয়ের তেবাসের বিরুদ্ধে স্পেনের সর্বোচ্চ ক্রীড়া আদালতে অভিযোগ করেছে বার্সেলোনা।
শনিবার (২২ অক্টোবর) লা লিগার ম্যাচেইনজুরি টাইমের খেলায় সুয়ারেজকে বক্সের ভেতর ফাউল করে বসেন ভ্যালেন্সিয়ার সেন্টার ব্যাক আইমান আবদে নুর। আর সঙ্গে সঙ্গেই রেফারি পেনাল্টির বাঁশি বাজান। যথারীতি বার্সার হয়ে পেনাল্টি শটটি নিতে আসেন ফুটবলের খুদে জাদুকর মেসি। তার নির্ভুল লক্ষ্যভেদে বার্সা শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।
এই গোলের পর জয়ের উল্লাসে মাতে বার্সার খেলোয়াড়রা। আর ঠিক তখনই গ্যালারি থেকে উল্লাস করতে থাকা মেসি-নেইমার-সুয়ারেজদের লক্ষ্য করে বোতল ছুড়ে মারে ভ্যালেন্সিয়ার সমর্থকরা।
ওই ঘটনায় বার্সার খেলোয়াড়দের উপর বোতল নিক্ষেপ করার ঘটনায় ভ্যালেন্সিয়াকে দেড় হাজার ইউরো জরিমানা করেছে রয়েল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। আর দর্শকদের প্ররোচিত করার জন্য বার্সার খেলোয়াড়দের সমালোচনা করে সতর্ক করা হয়েছে।
বওই সময় বার্সার খেলোয়াড়দের আচরণকে নিন্দণীয় হিসেবে অ্যাখ্যায়িত করে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। শেষ মুহূর্তের গোলে বার্সার খেলোয়াড়রা যেভাবে উদযাপন করেছে তা অখেলোয়াড়সুলভ আচরণ বলে মনে হয়েছে কর্তৃপক্ষের।
বার্সার খেলোয়াড়রা ভ্যালেন্সিয়ার সমর্থকদের প্ররোচিত করেছে বলেও অভিযোগ ‍উঠে। আর এ অভিযোগের ফলে তেবাসের উপর আস্থা হারানোর কথাটি জানায় বার্সার কর্তৃপক্ষ। এছাড়া দেশটির সর্বোচ্চ ক্রীড়া আদালতে তেবাসের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আবেদন জানায় তারা।