Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

asaduzzaman-khan-1-nbs24খোলা বাজার২৪, শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬ :  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশে মাদকদ্রব্যের উৎপন্ন না হলেও পার্শ্ববর্তী দেশ হতে মাদক পাচারের ফলে বাংলাদেশের মানুষ মাদকের ভয়াবহ ক্ষতির স্বীকার হচ্ছে। পার্শ্ববর্তী দেশ মায়ানমারে তৈরি ইয়াবার ভয়াবহতা এবং চট্রগ্রাম রুট হয়ে বাংলাদেশে পাচারের কথা উল্লেখ করে মায়ানমার সরকারের প্রতি মায়ানমারের অভ্যন্তরে অবৈধ ইয়াবা উৎপাদন কারখানা বন্ধে সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন ‘আমাদের সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণে ইউ এন কনভেনশন, সার্ক ও বিম্সটেক কনভেনশনের নীতি অনুযায়ী প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও এর অবৈধ ব্যবহার রোধে সরকার কাজ করে যাচ্ছ।’

অাজ শনিবার শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হাই লেভেল মিটিং অব ইনটেরিয়র মিনিস্টারস্ অব দ্য ইন্ডিয়ান ওশিয়ান রিজিওন টু কাউন্টার ড্রাগস ট্রাফেকিং অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

পরিশেষে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মাদকের পাচার ও এর অবৈধ ব্যবহার রোধে ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর পারস্পরিক সহযোগিতা ও সমন্বিত উদ্যোগ গ্রহণ করার আহবান জানান।

অনুষ্ঠানে আরও উপস্তিত ছিলেন, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ, বাংলাদেশ কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার অ্যডমিরাল আবু মুজাফ্ফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমান, মন্ত্রীর একান্ত সচিব ড. মো. হারুন-অর-রশিদ বিশ্বাস।