খোলা বাজার২৪, শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬ : সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে তিনদিনব্যাপী জেলা ইজতেমা শনিবার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। দেশ ও জাতির মঙ্গল এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাতে অংশ নেয় লক্ষাধীক ধর্মপ্রাণ মানুষ।
গত বৃহস্পতিবার ফজরের নামাজের মধ্য দিয়ে গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাট কাশিনাথ উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ইজতেমার মূল কার্যক্রম শুরু হয়। আখেরি মোনাজাতে শরিক হওয়ার জন্য শনিবার ভোর থেকেই গাইবান্ধা ও উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন যানবাহনে করে ইজতেমাস্থলে আসতে শুরু করে মুসল্লিরা। এবারের ইজতেমায় লক্ষাধীক মুসল্লি সমবেত হন। ইজতেমাস্থল ছাড়াও আশেপাশের এলাকা কানায় কানায় ভরে যায় ধর্মপ্রাণ মুসল্লিদের আগমনে।
ইজতেমা আয়োজক কমিটি সুত্রে জানা গেছে, এবারের ইজতেমায় প্রায় লক্ষাধীক মুসল্লির উপস্থিতি ছিল। টঙ্গীর বিশ্ব ইজতেমায় জায়গা সংকুলান না হওয়ায় গাইবান্ধাসহ দেশের ৩২টি জেলায় এ রকম জেলা ইজতেমা হবে।