Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

34রাজশাহী : রাজশাহীর পবা,বাঘা ও গোদাগাড়ীর পদ্মা নদীতে পৃথক অভিযান চালিয়ে সাড়ে ৭ লাখ টাকা মূল্যের ৬৬ হাজার মিটার নিষিদ্ধ অবৈধ কারেন্ট জাল ধংস করেছে ভ্রাম্যমান আদালত।। গত শুক্রবার দিবাগত রাতে নদীতে অভিযান চালিয়ে ইলিশ ধরার সময় এসব অবৈধ জাল জব্দ করা হয়। গতকাল শনিবার বেলা ১০ টার দিকে ৩ লাখ টাকা মূল্যের ২১ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে ফেলেছে গোদাগাড়ী উপজেলা মৎস্য অধিদফতর।

গত শুক্রবার দিবাগত রাতে নদীতে অভিযান চালিয়ে ইলিশ ধরার সময় এসব অবৈধ জাল জব্দ করা হয়। গতকাল শনিবার বেলা ১০ টার দিকে জব্দ করা এসব জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা মৎস্য অধিদফতর সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাতে উপজেলার পদ্মানদীর আওতাধীন বালিয়াঘাট্টা থেকে রাজাবাড়ী হাট পর্যন্ত এলাকায় মৎস্য কর্মকর্তা শামসুল করিমের নেতৃত্বে গোদাগাড়ী থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময়ে পিরিজপুর এলাকায় কয়েকজন জেলে কারেন্ট জাল দিয়ে ইলিশ ধরার চেষ্টাকালে সেখ§ুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা মৎস্য অধিদফতর সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাতে উপজেলার পদ্মানদীর আওতাধীন বালিয়াঘাট্টা থেকে রাজাবাড়ী হাট পর্যন্ত এলাকায় মৎস্য কর্মকর্তা শামসুল করিমের নেতৃত্বে গোদাগাড়ী থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। এ সময়ে পিরিজপুর এলাকায় কয়েকজন জেলে কারেন্ট জাল দিয়ে ইলিশ ধরার চেষ্টাকালে সেখানে মৎস্যা কর্মকর্তারা পৌছে জাল জব্দ করে। জেলেরা পুলিশ ও মৎস্য কর্মকর্তাদের দেখে নৌকা ও জাল ফেলে পালিয়ে যায়।

এদিকে রাজশাহীর বাঘায় সাড়ে চার লাখ টাকা মূল্যের ৪৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৬২ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তা পুলিশকে সাথে নিয়ে পদ্মা নদীতে বিশেষ অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম বলেন, পদ্মা নদীতে অভিযানে জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়েছে।

এছাড়া জব্দকৃত ইলিশ মাছগুলো স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় দেওয়া হয়েছে। উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, ১২ অক্টোবর থেকে গতকাল শনিবার পর্যান্ত ৯৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। এছাড়া ৩০ লাখ টাকার জাল জব্দকৃত উপজেলা চত্বরে জনসম্মুখে পুড়িয়ে দেয়া হয়েছে। মাছগুলো বাঘা উপজেলার বিভিন্ন এতিমখানা ও কওমি মাদ্রাসায় দেওয়া হয়েছে। এরপরও কিছু অসাধু জেলেরা সরকারি নিষেধ অমান্য করে মাছ ধরছে। অপরদিকে রাজশাহীর পবার হরিপুর এলাকায় পদ্মা নদীতে পৃথক অভিযান চালিয়ে মা ইলিশ, কারেন্ট জাল জব্দ করা হয়। পরে মাছগুলো স্থানীয় এতিমখানায় দেয়া হয় এবং অবৈধ জাল ধ্বংস করা হয়।