Mon. Oct 20th, 2025
Advertisements

39খোলা বাজার২৪, রবিবার, ৩০ অক্টোবর, ২০১৬ : ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার রাজধানীর গুলশান-২ এর ছয়তলা বাড়িটি দখলে নিয়েছে সরকার।
বাড়িটি ওপর আদালতের ক্রোকি পরোয়ানা জারি ছিল। এ পরোয়ানা তামিল করে রোববার বেলা সাড়ে ১২টায় ম্যাজিস্ট্রেট হোসনে আরা বাড়িটি ক্রোক করেন।
এর আগে আদালতের ক্রোকি পরোয়ানা তামিল করে গতমাসের শেষ দিকে বাড়িটি বাজেয়াপ্ত করে নোটিশ ঝুলিয়েছিলেন ঢাকার জেলা প্রশাসক। তবে বাড়িটির ভাড়াটিয়ারা সরে যেতে একমাসের সময় চান। ইতোমধ্যে সব ভাড়াটিয়া অন্যত্র চলে যাওয়ায় রোববার বেলা সাড়ে ১২টায় ম্যাজিস্ট্রেট হোসনে আরা সরকারের পক্ষে বাড়িটি আনুষ্ঠানিকভাবে বুঝে নেন।