
রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে বিএনপি নেতা আ স ম হান্নান শাহ স্মরণে জিয়া পরিষদ আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে। তবে নির্বাচনকালীন সরকারের প্রধান শেখ হাসিনা থাকতে পারবে না। তাকে সরে যেতেই হবে। এসময় আগামী নির্বাচনে কেউ জনগনের ভোট কারচুপি করতে গেলে তাদের ঠ্যাং ভেঙ্গে ফেলারও হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা।
আয়োজক সংগঠনের চেয়ারম্যান কবির মুরাদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি নেতা অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, ড. লুৎফর রহমান খান, আব্দুল কুদ্দুস, মো. শফিকুল ইসলাম, আব্দুল্লাহিল মাসুদ প্রমুখ।