Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

64খোলা বাজার২৪, রবিবার, ৩০ অক্টোবর, ২০১৬ : পার্বত্য সংশোধিত ভূমি কমিশন আইন বাতিলের দাবিতে খাগড়াছড়িতে বাঙালি সংগঠনগুলোর ডাকে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। অবরোধের কারণে দূরপাল্লা ও আভ্যন্তরীণ সড়কে সব ধরনে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সকাল পৌনে ৮টার দিকে চেঙ্গী ব্রিজ এলাকায় পিকেটাররা একটি টমটম ভাংচুর করে।
রবিবার (৩০ অক্টোবর) সকাল থেকে অবরোধের সমর্থনে বাঙ্গালি ছাত্র পরিষদের নেতাকর্মীদের শহরের বিভিন্ন প্রবেশপথে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে পিকেটিং করতে দেখা গেছে।

খাগড়াছড়ি পুলিশ সুপার মো. মজিদ আলী বার্তা সংস্থা এনবিএসকে জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন পয়েন্টে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।
পার্বত্য ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক আহ্বানের প্রতিবাদে ও সংশোধিত কমিশন আইন বাতিলের দাবিকে পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য সমঅধিকার আন্দোলন, পার্বত্য গণপরিষদ, পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদ যৌথভাবে এ সড়ক অবরোধের ডাক দেয়।