Mon. Oct 20th, 2025
Advertisements

11খোলা বাজার২৪, সোমবার, ৩১ অক্টোবর ২০১৬: মাঠের লড়াইয়ের সমাপ্তি ঘটলেও টুইটারের লড়াই যেন আর শেষ হচ্ছে না বাংলাদেশ-ইংল্যান্ডের। এ লড়াইয়ের শুরু অবশ্য মাঠের ঘটনাকে কেন্দ্র করেই হয়েছে। যার রেশ এখনও টুইটারে লক্ষ্য করা যাচ্ছে।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশ যখন জয়ের প্রান্তে দাঁড়িয়ে তখন ক্রিজে থিতু হওয়ার আভাস দিচ্ছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। তাকে ক্রিজে রাখা মোটেও নিরাপদ ছিল না তখন বাংলাদেশের জন্য।
স্টোকসকে বিদায় করার দায়িত্ব নেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। তাকে ব্যক্তিগত ২৫ রানে দুরন্ত এক ডেলিভারিতে সরাসরি বোল্ড আউট করেন সাকিব।
ওই সময়ে আউট হয়ে হতাশায় মুষড়ে পড়েন স্টোকস। তখনই সাকিব কাটা ঘায়ে নূনের ছিটাই যেন দেন স্টোকসকে। উইকেটটি নেওয়ার পর তিনি স্টোকসকে স্যালুট জানানোর মধ্যে দিয়ে উদযাপন করেন। যা খুব দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আর এটা মোটেও ভালোভাবে নেননি স্টোকস।
এরপর ম্যাচ শেষে টুইটারে সাকিবকে পাল্টা স্যালুট জানিয়েছেন স্টোকসও। তিনি নিজের টুইটার অ্যাকাউন্টে লেখেন, ‘আমাদেরকে স্বাগত জানিয়ে দুরন্ত টেস্ট ও ওয়ানডে সিরিজ উপহার দেওয়ার জন্য বাংলাদেশকে ধন্যবাদ। এদেশের নিরাপত্তা ব্যবস্থা ও জনগনকে এবং অবশ্যই সাকিব আল হাসানকে স্যালুট জানাই।’
এরপর তিনি আরেকটি টুইট করেন সাকিবকে উদ্দেশ্য করে। সেখানে তিনি লেখেন, ‘আর সাকিব তুমি ভালো সতীর্থ হতে যদি আমাকে আউট করার পর ওভাবে উদযাপন (স্যালুট করে) না করতে।’
সাকিব অবশ্য এর জবাব দিয়েছেন খুব সুন্দর করে। তিনি টুইটারে স্টোকসকে লেখেন, ‘বেন স্টোকস, তুমি সব সময়ই একজন ভালো সতীর্থ ছিলে এবং থাকবে।’
দেখা যাক এর প্রতিউত্তরে আর কিছু বলেন কিনা স্টোকস।
প্রসঙ্গত, বাংলাদেশ-ইংল্যান্ড দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে ১০৮ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ।