খোলা বাজার২৪, সোমবার, ৩১ অক্টোবর ২০১৬: রাঙ্গামাটি শহরের টিভি ক্লিনিক এলাকায় এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধুর নাম নাজমা বেগম (২৫)। সে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যার বাসিন্দা। তার স্বামী দিন মজুর শফিকুল ইসলাম, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই এলাকায় গত ২১ অক্টোবর নাজমা ও শফিকুল একটি ভাড়া বাসায় বসবাস শুরু করে।
আজ সোমবার সকালে শফিকুল ঘর থেকে বের হয়ে আবার ১১টার দিকে বাসায় আসলে ঘরের দরজা বন্ধ পায়। পরে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে দেখে বাথরুমে নাজমার লাশ ওড়নায় পেঁচানো অবস্থায় ঝুলে আছে।
খবর পেয়ে কোতয়ালী থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়।
রাঙ্গামাটি পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কি কারণে এ মৃত্যুর ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি।