খোলা বাজার২৪, সোমবার, ৩১ অক্টোবর ২০১৬: মুন্সিগঞ্জ : মুন্সিগঞ্জে ১শ নৌ-পুলিশ সদস্যদের জন্য নির্মিত হওয়া ব্যারাক ভবন উদ্বোধন হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলার মিরকাদিমে নবনির্মিত এ ব্যারাকের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশ বিভাগের নৌ-পুলিশের ডিআইজি মোঃ মনিরুজ্জামান । পূর্ব বিভাগ নৌ-পুলিশ সুপার মোঃ আব্দুল মান্নান পিপিএম এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন,অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি (অপারেশন) মোঃ মাহমুবুর রহমান, মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ জায়েদুল আলম পিপিএম, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোনিয়া হাবিব লাবনী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন আহম্মেদ, কৃষকলীগের জেলা সভাপতি মহসিন মাখন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামছুল কবির মাস্টারসহ নৌ-পুলিশ বিভাগের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে ডিআইজি মোঃ মনিরুজ্জামান বলেন, সরকার নদী মাত্রিক দেশে নৌ-পথের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। আমরা নৌ-পথকে নিরাপত্ত্বাবলয়ে নিয়ে আসতে কাজ করে যাচ্ছি। নদী পথে যে কোন অপরাধ মূলক কর্মকান্ড কঠোর হাতে প্রতিহত করা হবে। তাই নৌ-পুলিশ বিভাগকে আরো গতিশিল করার লক্ষ্যে নৌ-পুলিশের সদস্য বৃদ্ধি করার চেষ্টাও চলছে।