Mon. Oct 20th, 2025
Advertisements

62খোলা বাজার২৪, সোমবার, ৩১ অক্টোবর ২০১৬: ভারতের ভূপালে কারারক্ষীর গলা কেটে স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অব ইন্ডিয়ার (এসআইএসআই) আট ‘জঙ্গি’ পালিয়েছে। পরে বন্দুকযুদ্ধে ঐ জঙ্গিরা নিহত হয়েছে। সোমবার টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ডিআইজি ভূপাল রমন সিং গণমাধ্যমকে বলেছেন, রাত দুই-তিনটার দিকে একজন কারারক্ষীকে হত্যা করে আট এসআইএমআই সদস্য পালিয়ে যায়। তারা একটি স্টিলের থালা ও গ্লাস ব্যবহার করে ঐ কারারক্ষীকে গলাকেটে হত্যা করে।
প্রতিবেদনে বলা হয়েছে, পালিয়ে যাওয়া জঙ্গিরা ভূপালের উপকণ্ঠে ইথখেদি গ্রামে বন্দুকযুদ্ধে নিহত হয়।
ঐ জঙ্গিদের বেশিরভাগই জঙ্গিবাদ ও অন্যান্য অপরাধে অভিযুক্ত। এছাড়া এদের কয়েকজন ভারতীয় মুজাহিদীনের মতো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত।
স্বরাষ্ট্রমন্ত্রী ভূপেন্দ্র সিং এই ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে উল্লেখ করেছেন। এছাড়া কর্তব্য অবহেলার জন্য পাঁচ কার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।