Wed. Aug 27th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, মঙ্গলবার, ১ নভেম্বর ২০১৬:  দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০১৬ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা শুরু হয়েছে। এবারে দিনাজপুর শিক্ষা বোর্ডে ২ লাখ ২০ হাজার ৬০৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান জানান, রংপুর বিভাগের ৮ জেলা নিয়ে গঠিত দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০১৬ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ২ লাখ ২০ হাজার ৬০৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে ১ লাখ ৬ হাজার ৪৪৬ জন ও ছাত্রী ১ লাখ ১৪ হাজার ১৪৮ জন। ছাত্রদের তুলনায় ছাত্রী সংখ্যা ৭ হাজার ৬৮২ জন বেশী।

২ লাখ ২০ হাজার ৬০৭ জন শিক্ষার্থীর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ২ লাখ ১০ হাজার ১৩ জন ও অনিয়মিত পরীক্ষীর্থীর সংখ্যা ১০ হাজার ৫৯৪ জন। এবারে দিনাজপুর বোর্ডে মানোন্নয়ন কোন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে না। তবে এক বিষয়ে ৮ হাজার ৪০২ জন, দুই বিষয়ে ১ হাজার ৪৪৮ জন ও তিন বিষয়ে ১২৪ জন পরীক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশগ্রহন করবে।

এবারের জেএসসি পরীক্ষায় রংপুর বিভাগের ৮ জেলার ৩ হাজার ১৫৩ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশগহণ করবে। মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২৫০টি।