Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

10kখোলা বাজার২৪, মঙ্গলবার, ১ নভেম্বর ২০১৬:  এরই মধ্যে পুনর্বাসন প্রক্রিয়ার প্রথম দুই ধাপের কাজ শেষ হয়েছে টাইগার দলের পেস সেনসেশন মোস্তাফিজুর রহমানের। আগামী দুই-তিন দিনের মধ্যেই তৃতীয় ধাপের কাজ শুরু হবে তার। তবে তার আগে বেশ সুস্থ্য হয়ে উঠছেন তিনি। ঠিক এমনটাই জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

কাঁধের অস্ত্রোপচারের কারণে মাঠের বাইরে থাকায় আফগানিস্তান ও ইংল্যান্ড হোম সিরিজে দর্শক হয়েই থাকতে হয় তাঁকে। এমনকি আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) বেঞ্চে বসে কাটাতে হবে তাকে।
ইংল্যান্ডের মাটিতে কাউন্টি দল সাসেক্সের হয়ে খেলতে নেমে ইনজুরিতে পড়েন মোস্তাফিজ। এরপর গত ১১ আগস্ট লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে তাঁর অস্ত্রোপচার করেন প্রখ্যাত সার্জন অ্যান্ড্রু ওয়ালেস।
অস্ত্রোপচারের পর বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরীর তত্ত্বাবধানে চলে মোস্তাফিজের পুনর্বাসন। যদিও মোস্তাফিজকে ছয় মাস মাঠের বাইরে থাকতে হচ্ছে বলে জানান অ্যান্ড্রু ওয়ালেস।

মুস্তাফিজের সুস্থতা ইস্যুতে বিসিবির প্রধান চিকিৎসক মনে করছেন, সবকিছু ঠিক থাকলে মোস্তাফিজের সেরে উঠতে পুরো ছয় মাস লাগবে না। সেক্ষেত্রে আসছে নিউজিল্যান্ড সফর দিয়েই মাঠে ফিরতে পারেন মোস্তাফিজ।
প্রসঙ্গত, ইংল্যান্ডের মাটিতে কাউন্টি দল সাসেক্সের হয়ে খেলতে নেমে ইনজুরিতে পড়েন মোস্তাফিজ। এরপর গত ১১ আগস্ট লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে তাঁর অস্ত্রোপচার করেন প্রখ্যাত সার্জন অ্যান্ড্রু ওয়ালেস।
অস্ত্রোপচারের পর বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরীর তত্ত্বাবধানে চলছে তার পুনর্বাসন প্রক্রিয়া।