Mon. Oct 20th, 2025
Advertisements

16kখোলা বাজার২৪, মঙ্গলবার, ১ নভেম্বর ২০১৬:  বেশ কিছুদিন ধরেই বিতর্ক চলছে পর্দায় ঐশ্বরিয়া রাই আর রণবীর কাপুরের ঘনিষ্ঠ দৃশ্যের উপস্থিতি নিয়ে। সেই বিতর্কে অনেকটা প্রকাশ্যে এসেছে বচ্চন পরিবারের অস্বস্তির বিষয়টিও। ক্ষত সারিয়ে তোলার চেষ্টায় এবার মাঠে নেমেছেন অভিষেক।
দিওয়ালির রাতে গণমাধ্যমের জন্য পোজ দেওয়া একটি ছবিতে এ বিষয়টি অনেকটা স্পষ্ট হয়ে ধরা দিয়েছে। অভিষেক হয়তো এর মধ্য দিয়েই বোঝাতে চাইছেন বচ্চন পরিবারে বউ-শাশুড়ির ‘যুদ্ধের’ সমাপ্তি ঘটেছে।
আনন্দবাজার পত্রিকা বলছে, করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ নিয়ে ইতিমধ্যেই বচ্চন পরিবারের অন্দরের টেনশন প্রকাশ্যে এসেছে। রণবীরের সঙ্গে ঐশ্বরিয়ার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে প্রথম থেকেই আপত্তি ছিল বচ্চন পরিবারে। কিন্তু জয়া বচ্চন যখন মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালে নাম না করে ঐশ্বরিয়াকে বিঁধলেন তখন চাপা টেনশন প্রকাশ্যে চলে আসে। ‘চুমু’ বিতর্কে জয়ার বক্তব্যের উত্তরও ঐশ্বরিয়া দেন নাম না করেই।
জয়া-ঐশ্বরিয়ার বাকযুদ্ধের রেশ যখন ছড়িয়ে পড়েছে চারিদিকে, তখন স্ত্রীকে নিয়ে অভিষেকের একটি ছবি নতুন মাত্রা দিচ্ছে। দিওয়ালি সেলিব্রেশনে পারিবারিক সুখের মুহূর্তের একটি ছবিতে আলিঙ্গনাবদ্ধ দেখা যায় অভিষেক-ঐশ্বরিয়াকে।
বচ্চন-বাংলোতে দিওয়ালি পার্টি এমনিতেই জনপ্রিয়। বি-টাউনের প্রথম সারির সব তারকারাই উপস্থিত থাকেন সেখানে। আর এবার অভিষেক-ঐশ্বরিয়ার ঘনিষ্ঠ এই ছবি ধরা পড়েছে দিওয়ালি পার্টিতে। ‘জলসা’র বাইরে মিডিয়ার জন্য আলাদা করে পোজ দিয়েছেন দুই তারকা।
দিওয়ালিতে অভিষেক-ঐশ্বরিয়ার এই ছবি দেখে বলি ইন্ডাস্ট্রির অনেকেই বলছেন, এই পরিস্থিতিতে ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন স্বয়ং অভিষেক। এই ইস্যু নিয়ে যতটা সম্ভব কম আলোচনা চাইছেন তিনি। সে কারণেই স্ত্রীর সঙ্গে ছবি তুলে বুঝিয়ে দিলেন তাদের দাম্পত্যে কোনও সমস্যা নেই।