খোলা বাজার২৪, মঙ্গলবার, ১ নভেম্বর ২০১৬: পঞ্চগড়ের ৩ টি উপজেলার বিলুপ্ত ছিটমহলযুক্ত ৮ টি ও একটি ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে।
ঘোষণা হওয়া ৯টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৬ টিতে আওয়ামীলীগ, একটিতে বিএনপি ও ২ টিতে স্বতন্ত্র প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
সোমবার (৩১ অক্টোবর) রাতে পঞ্চগড় সদর উপজেলা রিটার্নিং অফিসার মো. আব্দুল হান্নান, দেবীগঞ্জ উপজেলা রিটার্নিং অফিসার সুমিয়ারা পারভীন ও বোদা উপজেলা রিটার্নিং অফিসার বিজয় চন্দ্র বর্মন এই ফলাফল ঘোষনা করেন।
ফলাফলে, পঞ্চগড় সদর উপজেলায় বিলুপ্ত ছিটমহলযুক্ত হাফিজাবাদ ইউনিয়নে নির্বাচিত আওয়ামীলীগ মনোনীত প্রার্থী গোলাম মুছা কলিমুল্লাহ নৌকা প্রতিকে পেয়েছেন ৪ হাজার ৫৮৯ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দি জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ইসমাইল হোসেন লাঙ্গল প্রতিকে পেয়েছেন ৩ হাজার ৪৫৭ ভোট।
হাড়িভাসা ইউনয়িনে নির্বাচিত জামায়াত সমার্থিত স্বতন্ত্র প্রার্থী সাইয়েদ নুরে আলম অটোরিকশা প্রতিকে পেয়েছেন ২ হাজার ৯৫৩ ভোট।
তার নিকটতম আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবুল হোসেন নৌকা প্রতিকে পেয়েছেন ২ হাজার ৮৫৯ ভোট।
বোদা উপজেলার বোদা সদর ইউনিয়নে শুধুমাত্র চেয়ারম্যান পদে উপ নির্বাচনে নির্বাচিত আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মশিউর রহমান মানিক নৌকা প্রতিকে পেয়েছেন ৪ হাজার ১৬০ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দি বিএনপি মনোনীত প্রার্থী আবু বক্কর সিদ্দিক ধানের শীষ প্রতিকে পেয়েছেন ২ হাজার ৬৩৮ ভোট।
ময়দানদিঘী ইউনিয়ন পরিষদে নির্বাচিত আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আব্দুল জব্বার নৌকা প্রতিকে পেয়েছেন ৭ হাজার ৬২০ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত হাবিব আল আমিন ধানের শীষ প্রতিকে পেয়েছেন ৬ হাজার ৩৩ ভোট।
মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদে নির্বাচিত আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবু আনসার মো. রেজাউল করিম শামীম নৌকা প্রতিকে পেয়েছেন ৭ হাজার ৩৭৮ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রহুল আমিন প্রধান আনারস প্রতিকে পেয়েছেন ২ হাজার ৫৩৯ভোট ।
বড়শশী ইউনিয়ন পরিষদে নির্বাচিত বিএনপি মনোনীত প্রার্থী মো. আফজাল হোসেন ধানের শীষ প্রতিকে পেয়েছেন ৫ হাজার ১১৮ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. ময়ুর রহমান নৌকা প্রতিকে পেয়েছেন ৪ হাজার ৪৬১ ভোট ।
কাজলদিঘি কালিয়াগঞ্জ ইউনিয়ন পরিষদে নির্বাচিত স্বতন্ত্র (আ’লীগ বিদ্্েরাহী) প্রার্থী আলাউদ্দিন আলাল চশমা প্রতিকে পেয়েছেন ৫ হাজার ২৫৪ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মনিরুজ্জামান শ্যামল নৌকা পেয়েছেন ৪ হাজার ৪৯৭ ভোট।
দেবীগঞ্জ উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়ন পরিষদে নির্বাচিত আওয়ামীলীগ মনোনীত প্রার্থী গোলাম রহমান সরকার নৌকা প্রতিকে পেয়েছেন ৬ হাজার ৭২৩ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবু তাহের-আনারস প্রতিকে পেয়েছেন ৩ হাজার ৮৪১ভোট।
চিলাহাটি ইউনিয়ন পরিষদে নির্বাচিত আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কামাল মোস্তাহারুল হাসান নয়ন নৌকা প্রতিকে পেয়েছেন ৯ হাজার ১৭৬ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী সহিদুল আলম ধানের শীষ প্রতিকে পেয়েছেন ৬ হাজার ৮৮৪ভোট।