‘আত্মকর্মী যুবশক্তি, টেকসই উন্নয়নের মুল ভিত্তি’- শীর্ষক শ্লোগানে জামালপুরের সরিষাবাড়ীতে মঙ্গলবার জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে শিল্পকলা একাডেমি থেকে বর্ণাঢ্য র্যালি পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা, ঋণের চেক ও সনদপত্র বিতরণী সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা এতে প্রধান অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এজেড মোরশেদ আলী। বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক জহুরুল ইসলাম মানিক, উপজেলা যুবলীগের সভাপতি মন্টু লাল তেওয়ারি, দাপুসের নির্বাহী পরিচালক আলী আকবর, নিউসানের নির্বাহী পরিচালক সাংবাদিক জাকারিয়া জাহাঙ্গীর, দৃষ্টিবাংলার নির্বাহী পরিচালক বাদশা ভুঁইয়া প্রমুখ।