ত্রিশাল : ময়মনসিংহের ত্রিশালে হতদরিদ্রদের বিতরনের জন্য বরাদ্ধকৃত ১০ কেজি চাল পাচার করার সময় ট্রাক সহ চাল আটক করেছে ত্রিশাল উপজেলা প্রশাসন।
জানাযায় উপজেলার বাসষ্ট্যান্ড বালিপাড়া রোড থেকে রংপুর পাচারকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার ভুমি ঘটনাস্থলে গিয়ে সরকারী সিল লাগানো বস্তা সহ ৩০০ বস্তা চাল ও ট্রাক আটক করে উপজেলা পরিষদে নিয়ে আসে।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন বলেন সরকারী সিলসহ বস্তা দেখে আমরা চাল আটক করি এখন যাচাই বাচাই করে ব্যবস্থা নেয়া হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় প্রত্যক্ষদর্শী জানায় ডিলার লিটন বিভিন্ন সময় এসে চাল উঠানামা করে।