খোলা বাজার২৪, বুধবার, ২ নভেম্বর ২০১৬: বান্দরবানের লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নে স্থানীয় লোকজনের গণপিটুনিতে দুই ‘অপহরণকারী’ নিহত হয়েছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত দুজনের পরিচয় জানা যায়নি।
এর আগে অপহরণের চার ঘণ্টা পর গতকাল মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে চার শ্রমিককে উদ্ধার করে স্থানীয় লোকজন। এ সময় সন্দেহভাজন দুই অপহরণকারীকে আটক করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে ফাসিয়াখালী ইউনিয়নের হারগাছা এলাকায় নির্মাণাধীন স্থাপনা থেকে অস্ত্রধারী সন্ত্রাসীরা চার শ্রমিককে অপহরণ করে। অপহরণের খবরে গ্রামবাসী জঙ্গলে ঘেরাও করে মনোয়ার আলম (৬০), কালাভুতু (৩৪), জকির আলম (৩৫) ও জাবের আহমেদকে (৩২) উদ্ধার করে।
ওই চারজনকে উদ্ধারের সময় গ্রামবাসী সন্দেহভাজন অপহরণকারীদের ধরে ফেলে।
এ বিষয়ে জানতে চাইলে ফাসিয়াখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাকির হোসেন জানান, গ্রামবাসী ধাওয়া করে জঙ্গল ঘেরাও করে অপহৃত চার শ্রমিককে উদ্ধার করেছে। তাঁদের পিটুনিতে দুই অপহরণকারী নিহত হয়েছে।