খোলা বাজার২৪, বুধবার, ২ নভেম্বর ২০১৬: “উন্নয়নের অক্সিজেন রাজস্ব- জনকল্যাণে রাজস্ব” শ্লোগানে ০২ নভেম্বর থেকে ০৫ নভেম্বর পর্যন্ত নোয়াখালীতে চার দিনের আয়কর মেলা শুরু হয়েছে।
বুধবার (০২ নভেম্বর) সকাল ১০টায় জেলা শহর মাইজদীর বিআরডিবি মিলনায়তনে চার দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন করেন, নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল।
এরআগে, সকাল ৯ টায় নোয়াখালী সার্কেল কর অঞ্চলের আয়োজনে চার দিনব্যাপী আয়কর মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উদ্বোধনী অনুষ্ঠানে কর অঞ্চল কুমিল্লার যুগ্ম কর কমিশনার মো. মাহমুদুল হাসান ভূঁইয়ার সভাপতিত্বে ও নোয়াখালী সার্কেলের সহকারী কর কমিশনার মোহাম্মদ আরিফুল আলমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত সহকারী কর কমিশনার (চৌমুহনী অঞ্চল) কামরুল হাসান, নোয়াখালী সরকারী কলেজের অধ্যক্ষ হেলাল মোশারফ, নোয়াখালী কর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট হামিদ উল্যাহ, সাধারণ সম্পাদক এবিএম মহিউদ্দিন চৌধুরী প্রমুখ।
আয়কর মেলার আহবায়ক নোয়াখালী সার্কেলের সহকারী কর কমিশনার মোহাম্মদ আরিফুল আলম জানান, ২০১৬-১৭ অর্থ বছরে নোয়াখালীতে আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬০০ কোটি টাকার উপরে। ২০১৫-১৬ অর্থ বছরে নোয়াখালীতে আয়কর আদায়ের ৫৯০ কোটি টাকা লক্ষ্যমাত্রা থেকে ৬০০ কোটি টাকার উপরে আদায় হয়েছে।