খোলা বাজার২৪, বুধবার, ২ নভেম্বর ২০১৬: কুড়িগ্রামে ফ্রেন্ডশিপের উদ্যোগে আঞ্চলিক স্বাস্থ্য সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী এ সমন্বয় সভা ফ্রেন্ডশীপ এবং কুড়িগ্রাম স্বাস্থ্য বিভাগ যৌথভাবে আয়োজন করে। কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এ সমন্বয় সভার সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কড়িগ্রাম সিভিল সার্জন ডাঃ এসএম আমিনুল ইসলাম। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ অজয় কুমার রায়।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবার উপ-পরিচালক ডাঃ ফারুক আজম নুর,জেলার ডেপুটি সিভিল সার্জন ডাঃ নাসরিন বেগম,সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নজরুল ইসলাম,ফ্রেন্ডশীপ প্রধান কার্যালয়ের স্বাস্থ্যবিভাগের টিমলিডার ডাঃ রবিউল ইসলাম,ফ্রেন্ডশীপ কুড়িগ্রাম এর জেলা সমন্বয়কারী মোঃ গোলাম মেহেদী,অফিসার মোঃ আমিরুল ইসলাম,স্বাস্থ্য প্রকল্প কর্মকর্তা জি.এম আব্দুর রহিমসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত স্বাস্থ্যবিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ প্রমুখ।বক্তারা ফ্রেন্ডশিপ বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি নিয়ে বিশদ আলোচনা করেন।