Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খোলা বাজার২৪, বুধবার, ২ নভেম্বর ২০১৬ 14725568_1121070334667255_6350271533704133816_n: ৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসকে যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে সপ্তাহব্যাপী কর্মসুচী ঘোষনা করেছে ২০ দলীয় জোটের শরিকদল বাংলাদেশ লেবার পার্টি। ঘোষিত কর্মসুচী সফল করতে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান ও মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী লেবার পার্টি ও ছাত্রমিশনের সর্বস্তরের নেতা-কর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

সপ্তাহব্যাপী কর্মসুচীঃ

১। ৭ নভেম্বর সকাল ৯ টায় শহীদ জিয়াউর রহমানের ঢাকায় শেরেবাংলা নগরে ও চট্টগ্রামের রাঙ্গুুনিয়ায় প্রথম মাজারে শ্রদ্ধানিবেদন।
২। ১১ নভেম্বর শুক্রবার সকাল ১০ টায় ঢাকায় শিশু কল্যান মিলনায়তনে লেবার পার্টির আলোচনা সভা। প্রধান অতিথি- নজরুল ইসলাম খান।
৩। ১৪ নভেম্বর সোমবার বেলা ১১ টায় একুশে মিলনায়তনে বাংলাদেশ ছাত্রমিশনের আলোচনা সভা অনুষ্ঠিত হবে।