Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

70খোলা বাজার২৪, বুধবার, ২ নভেম্বর ২০১৬:
বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদীর পানিবণ্টনের যে সমস্যা আছে তা দ্রুত সমাধানের তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা।

আজ বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘বাংলাদেশ ও ভারতের নৌ যোগাযোগ উন্নীতকরণ’ শীর্ষক এক সেমিনারে এ তাগিদ দেন বক্তারা। সেমিনারের আয়োজন করে ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা, সাবেক রাষ্ট্রদূত তারিক এ করিম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ-ভুটান-ইন্ডিয়া-নেপাল (বিবি আইএন) যোগাযোগব্যবস্থা বাস্তবায়িত হলে এ অঞ্চলে বাণিজ্য বাড়বে। তখন পণ্যবাহী যানবাহন সরাসরি যাতায়াত করার সুযোগ পাবে। বাণিজ্য বৃদ্ধির জন্য যোগাযোগব্যবস্থা উন্নত হওয়া খুবই জরুরি। ভারতের সঙ্গে বাংলাদেশের নৌ-যোগাযোগ স্থাপিত হলে উভয় দেশের মধ্যে বাণিজ্য ও যোগাযোগ বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা বলেন, ভারত-বাংলাদেশ বাণিজ্য ও যোগাযোগের উন্নয়নের জন্য ওয়াটারওয়েজ কানেকটিভিটি জরুরি।
ভারতে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাইকমিশনার তারিক এ করিম বলেন, বাণিজ্য বৃদ্ধির জন্য নৌ যোগাযোগের ব্যবস্থা করতে হবে। বাণিজ্য ছাড়া কোনো দেশে তার উন্নয়নের সর্বোচ্চ চূড়ায় উঠতে পারবে না।
ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি তাসকিন আহমেদের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক সৈয়দ মুনির খসরু। সেমিনারে আরো বক্তব্য দেন বিশ্বব্যাংকের দিল্লি কার্যালয়ের পরামর্শক তারিক আহমেদ করীম।
অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, বর্তমানে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো। এটাকে কাজে লাগিয়ে সরকার অভিন্ন নদীর পানিবণ্টন চুক্তি নিয়ে জোরালোভাবে ভারতের সরকারের সঙ্গে আলোচনায় বসতে পারে।