খোলা বাজার২৪, বুধবার, ২ নভেম্বর ২০১৬:
সফরকারী ইংল্যান্ডকে নাস্তানাবুদের পর পরিবারের সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন টাইগার ক্রিকেটাররা। কেউবা গ্রামে ছুটে গেছেন পরিবারের কাছে। আবার কেউবা অল্প ছুটি কয়েকদিনের ছুটি তাই ঢাকাতেই রয়ে গেছেন।
টেস্ট সিরিজের পর বিপিএলের আগ মুর্হুতের স্বল্প পরিসরের ছুটিটা পরিবারের সঙ্গে কাটাচ্ছেন টাইগার দলের ওপেনার তামিম ইকবাল খান। অবসর সময়টা ছেলে আরহাম ইকবাল খানকে কোলে নিয়ে খুনসুটিতে মেতেছেন তামিম। দিনের বেশির ভাগ সময়ই বাবার কাঁধে চড়ে বেড়ায় আরহাম। যেন বাবা-ছেলের বন্ধুত্বটা দিনের পর দিন আরো বেশি মধুর হচ্ছে।
প্রসঙ্গত, চলতি বছরের ২৮ ফেব্র“য়ারি বাবা হয়েছিলেন তামিম। থাইল্যান্ডের একটি হাসপাতালে তামিমের স্ত্রী আয়েশা সিদ্দিকা ইকবালের কোলজুড়ে আসে পুত্র সন্তান আরহাম।