খোলা বাজার২৪, বুধবার, ২ নভেম্বর ২০১৬:
বিশ্বে মন্দার মধ্যে যার উপর ভর করে বাংলাদেশ রিজার্ভ সুসংহত রাখতে পেরেছে, সেই রেমিটেন্সে দেখা দিয়েছে খরা।
প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ চলতি অর্থবছরের শুরু থেকেই কমেছে। সদ্য সমাপ্ত অক্টোবর মাসে তা আরও কমে ১০১ কোটি ডলারে দাঁড়িয়েছে।
রেমিটেন্সের এই অধঃগতি দেশের সামষ্টিক অর্থনীতিতে পড়বে বলে উদ্বেগ এসেছে অর্থনীতিবিদদের কাছ থেকে।
বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি হল বিদেশে থাকা কর্মীদের পাঠানো অর্থ। ২০১৫ সালে মোট জাতীয় আয়ের ১৩ শতাংশ অবদান ছিল এই রেমিটেন্সের।
কেন্দ্রীয় ব্যাংকের বুধবার প্রকাশিত রেমিটেন্স সংক্রান্ত তথ্যে দেখা যায়, চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) রেমিটেন্স এসেছে ৪২৫ কোটি ৫৭ লাখ (৪.২৫ বিলিয়ন) ডলার।
এই অঙ্ক গত বছরের একই সময়ের চেয়ে ১৫ দশমিক ৪২ শতাংশ কম।
২০১৫-১৬ অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে ৫০৩ কোটি ২১ লাখ (৫.০৩ বিলিয়ন) ডলারের রেমিটেন্স এসেছিল।