Mon. Oct 20th, 2025
Advertisements

28খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০১৬ :
রাজধানীর উপকণ্ঠ সাভারে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক নারী পোশাকশ্রমিককে ছুরিকাঘাত ও কুপিয়ে আহত করেছে বখাটে যুবক।

আজ বৃহস্পতিবার সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে নতুনপাড়া এলাকার এক পোশাককর্মীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল প্রতিবেশী বখাটে যুবক সিরাজুল। কিন্তু ওই পোশাককর্মী প্রস্তাব প্রত্যাখ্যান করায় আজ সকালে কর্মস্থলে যাওয়ার পথে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ওই যুবক। ওই সময় ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে গেলে সেখান থেকে পালিয়ে যায় সিরাজুল।
পরে আশঙ্কাজনক অবস্থায় ওই নারীকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
পরে এলাকাবাসী সিরাজুলকে ধাওয়া দিয়ে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
এ বিষয়ে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন (ওটি) ইনচার্জ নাছির উদ্দিন জানান, আহত ওই পোশাককর্মীর শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহবুবুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এসপি আরো জানান, আহত ওই পোশাককর্মী ও তাঁর স্বামী নতুনপাড়া এলাকায় ভাড়া থাকতেন।