Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
110558_169খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০১৬ : আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের দিন বা পরেরদিন সরকার সমাবেশের অনুমতি দিবে বলে প্রত্যয় ব্যক্ত করেছে বিএনপি। সেইসাথে ওই সমাবেশকে সামনে রেখে ঢাকাসহ বিভিন্ন স্থানে দলের নেতাকর্মীদের বাড়িেত বাড়িতে আইনশৃঙ্খলা বাহিনী তল্লাশি চালিয়ে হয়রানি করছে বলে দলটির অভিযোগ।বৃহস্পতিবার সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-বিএনপির কেন্দ্রীয় নেতা অাব্দুস সালাম ,এ বি এম মোসারফ হোসেন ,বেলাল আহমেদ এবং ছাত্র দলের সভাপতি প্রার্থী সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুগ্ম সাধারন সম্পাদক মনিরুল ইসলাম সোহাগ প্রমুখ।
রুহুল কবির রিজভী বলেন, আমরা ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের দিন সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। আমাদের বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলোও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। তিনি বলেন, আমরা ৭ নভেম্বর বা ৮ নভেম্বরে সমাবেশের অনুমতির জন্য সংশ্লিষ্টদের কাছে আবেদন জানিয়েছি। আশা করি তারা অনুমতি দেবেন। এ ব্যাপারে সরকার শুভ বুদ্ধির পরিচয় দেবে। যেদিনই অনুমতি দিক আমরা সমাবেশ করবো। রিজভী আহমেদ অভিযোগ করেন, সমাবেশকে সামনে রেখে দলের নেতাকর্মীদের বাড়িেত বাড়িেত পুলিশ অভিযান চালিয়ে হয়রানি করছে।