Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

59খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০১৬ :
রাজশাহী : রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় গভীর শোক ও শ্রদ্ধায় গতকাল বৃহস্পতিবার পালিত হয়েছে ইতিহাসের কলঙ্কময় জেলহত্যা দিবস। রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে। জেলহত্যা দিবসে সূর্যদয়ের সঙ্গে সঙ্গে নগরীর কুমারপাড়ায় মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতীকৃতিতে পুষ্পমাল্য দিয়ে শুরু করা হয় জেলহত্যা দিবসের কর্মসূচি।

সকাল সাড়ে ১০টায় মহানগর ও জেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের উদ্যোগে কুমারপাড়া দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল শোকযাত্রা বের করা হয়। শোকযাত্রাটি মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট, সোনাদীঘির মোড় ও মণিচত্বর হয়ে মহানগরীর কাদিরগঞ্জে অবস্থিত জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিস্থলে গিয়ে শেষ হয়। সেখানে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। কর্মসূচি থেকে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা অবিলম্বে জেলহত্যা মামলার বিচার প্রক্রিয়ার বাকী অংশ শেষ করে খুনিদের ফেরত এনে তাদের ফাঁসির দাবি করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন শহীদপুত্র ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি, সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগ সভাপতি ওমর ফারুক চৌধুরী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহভাপতি আখতার জাহান, সংসদ সদস্য আয়েন উদ্দিন, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহীন আকতার রেণী, সহসভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, নওশের আলী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ। এদিকে, জাতীয় চার নেতার স্মরণে কুমারপাড়ায় মহানগর আওয়ামী লীগের কার্যালয় ছাড়াও মহানগরীর ৩০টি ওয়ার্ড কার্যালয় ও বিভিন্ন মোড়ে মোড়ে এবং গুরুত্বপূর্ণস্থানে ভোর থেকে মাইকযোগে কোরআন তেলোয়াত করা হচ্ছে। দুপুরে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়। এছাড়া বিকেল ৫টায় মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অপরদিকে যথাযোগ্য মর্যাদায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জেল হত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রাবি শাখা ছাত্রলীগের আয়োজনে বৃহস্পতিবার সকাল ৯টায় এক শোক র‌্যালি বের হয়। র‌্যালিটি ক্যাম্পাসেরর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে রাজশাহী শহরে অবস্থিত জাতীয় চার নেতার সমাধীতে পুস্পস্তবক অর্পণ মাধ্যমে শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন। পরে শহীদ কামারুজ্জামানসহ সকল নেতার রুহের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত করেন। এসময় রাবি শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু বলেন, জেলহত্যা দিবস বাঙ্গালি জাতির ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। এই দিনে জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিলো।

রাবি শাখা ছাত্রলীগ এই দিনে জাতীয় চার নেতাসহ দেশের জন্য শহীদ সকলকে শ্রদ্ধাভরে স্মরণ করছে। দিনটি আমাদের জন্য শোকেরও বটে। বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়নের লক্ষে আমরা সেই শোককে শক্তিতে পরিণত করতে চাই। তরুণ প্রতি আহ্বান জানিয়ে তিনি আরো বলেন , আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য কাজ করি। জাতীয় চার নেতার রক্তের বিনিময়ে স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলি। উল্লেখ্য, ১৯৭৫ সালের ০৩ নভেম্বরের মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্ধী অবস্থায় জাতীয় চার নেতা শহীদ সৈয়দ নজরুল ইসলাম, শহীদ তাজ উদ্দিন আহমেদ, শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী এবং শহীদ এ এইচ এম কামারুজ্জামানকে হত্যা করা হয়।