খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০১৬ : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির নির্দেশে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা মক্কায় রকেট হামলা চালায় বলে অভিযোগ করেছেন সৌদি আরবের ইরান প্রতিরোধ জাতীয় কাউন্সিলের প্রেসিডেন্ট মরিয়ম রাদজাভি।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির নির্দেশে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা মক্কায় রকেট হামলা চালায় বলে অভিযোগ করেছেন সৌদি আরবের ইরান প্রতিরোধ জাতীয় কাউন্সিলের প্রেসিডেন্ট মরিয়ম রাদজাভি। সৌদি আরবের জাতীয় দৈনিক সৌদি গ্যাজেট এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ইরান প্রতিরোধ জাতীয় কাউন্সিলের প্রেসিডেন্ট মরিয়ম রাদজাভি বলেছেন, আয়াতুল্লাহ আল খামেনির নির্দেশে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা মক্কায় রকেট হামলা চালায়। এ হামলা তত্ত্বাবধান করে কুর্দি বাহিনী। এরই ধারাবাহিকতায় ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) থেকে মানবতা ও ইসলামবিরোধীদের বের করে দেয়ার আহ্বান জানান তিনি। এছাড়া মুসলিম দেশগুলোকে ইরানের বর্তমান শাসকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করারও আহ্বান জানান মরিয়ম।
উল্লেখ্য, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ২৯ অক্টোবর মক্কা লক্ষ্য করে রকেট নিক্ষেপ করে। এ হামলার জন্য শুরু থেকেই সৌদি আরব ও এর মিত্র দেশগুলো ইরানকে দায়ী করে আসছে। সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে ২০১৫ সালের মার্চ থেকে হামলা চালানো শুরু করে। ইয়েমেনে বিদ্রোহীদের ব্যাপক হামলায় প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদি দেশ থেকে এরই মধ্যে পালিয়ে গেছেন।
এদিকে হাদিকে আবারো ক্ষমতায় বসাতে দেশটিতে বিদ্রোহী ও হাদি বিরোধীদের লক্ষ্য করে হামলা শুরু করে সৌদি জোট। ইয়েমেনের এ সংঘাতকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্য সীমান্তে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। সৌদি আরব এ সংঘাতে বিদ্রোহীদের ম“ দেয়ায় ইরানকে দায়ী করছে।