Sun. Oct 19th, 2025
Advertisements

11kখোলা বাজার২৪, শনিবার, ৫ নভেম্বর ২০১৬ : ঠাকুরগাঁও: বালিয়াডাঙ্গীতে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম আব্দুস সালাম (১৮)। গতকাল শুক্রবার (০৪ নভেম্বর) রাত ৯ টার সময় নেকমরদ-বালিয়াডাঙ্গী মহাসড়কের ভানোর ঝলঝলি পুকুরের পাশে এ দুর্ঘটনা ঘটে।

আব্দুস সালাম বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের সাপটি ময়মনসিংহ পাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুস সালাম নেকমরদ থেকে মোটর সাইকেল যোগে বাড়ী ফেরার পথে কুয়াশায় রাস্তা দেখতে না পেয়ে পার্শ্বের পিলারে ধাক্কা খেয়ে নিচে পড়ে যান । এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান আমাদের প্রতিনিধি-কে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন । লাশ বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপেক্সে রাখা হয়েছে বলে জানান তিনি ।