Sun. Oct 19th, 2025
Advertisements

24খোলা বাজার২৪, শনিবার, ৫ নভেম্বর ২০১৬ :
নীলফামারীর ডিমলা উপজেলায় শুক্রবার সকালে হিন্দু, বৌদ্ধ, খীষ্টান ঐক্য পরিষদ ও উপজেলা পূর্জা উদযাপন পরিষদ সহ যৌথ উদ্দ্যেগে প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

এ উপলক্ষে ডিমলা কেন্দ্রিয় শহিদ মিনার চত্তর হতে একটি প্রতিবাদ মিছিল বের শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে এসে শহিদ মিনার চত্তরের এক পথসভায় মিলিত হয়।

উক্ত পথসভায় বক্তব্য রাখেন হিন্দু, বৌদ্ধ, খীষ্টান ঐক্য পরিষদ সভাপতি বাবু নিরেন্দ্রনাথ রায়, বাংলাদেশ পূর্জা উদযাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি বাবু মোহিদ কুমার সিংহ রায়, সাধারন সম্পদক পলাশ চন্দ্র রায়, হিন্দু, বৌদ্ধ, খীষ্টান ঐক্য পরিষদ নাউতারা ইউনিয়ন সভাপতি বাবু প্রতিকুল চন্দ্র রায়, উপদেষ্ঠা নৃপেন্দ্রনাথ সিংহ রায়, যুগ্ন সাধারন সম্পাদক নিত্যানন্দ অধিকারী সদর ইউপি সদস্য, সাধব চন্দ্র রায়, মানিক চন্দ্র রায় প্রমুখ।
পথসভায় বক্তারা ব্রাম্মনবাড়িয়া, নাসিম নগরের মন্দির ভাংচুর ও বাড়ীঘরে অগ্নি সংযোগের ব্যপারে তীব্র প্রতিবাদ জানান। প্রকৃত দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানান।